ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ফতুল্লায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১২-২০২৪ ০২:২৬:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১২-২০২৪ ০৪:০৩:৫৭ অপরাহ্ন
​ফতুল্লায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা ​ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তানভির রহমান (১৭) নামে এক কলেজছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) তানভির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মামলার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন- নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি ব্যবসায়ী নেতা সেলিম ওসমান, তাঁর ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি গডফাদার খ্যাত শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল, ফয়েজ আহমেদ লাভলু, আজমেরী ওসমানের সহযোগি রাতুল মটরসের ফারুক, সন্ত্রাসী শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, তানভীর আহমেদ টিটু, এহসানুল হক নিপু উল্লেখযোগ্য।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ