বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১২-২০২৪ ০২:০৯:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১২-২০২৪ ০৬:১৮:৩৬ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ৭৬৪ জনের পদোন্নতির সুপারিশ করেছে সরকার কর্তৃক গঠিত পর্যালোচনা (রিভিউ) কমিটি। উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দপ্তরে কমিটির প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রিভিউ কমিটির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজে পদবঞ্চিত দাবি করে পদোন্নতির জন্য আবেদন করেছেন এক হাজার ৫৪০ জন।
কমিটির দেওয়া সুপারিশপত্রে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিব মর্যাদা) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে বলে মত দেওয়া হয়েছে। তবে কমিটির এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকার বাধ্য নয়। এর মধ্যে সরকার যাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিতে চায় দিতে পারে। চাইলে কাউকে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগও দিতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ঠা আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান। প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে সংগঠনটির শতাধিক কর্মকর্তা-কর্মচারী সকাল সাড়ে ৯টা থেকে সেখানে অবস্থান নিয়ে দাবি জানান।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স