আসাদ ও তাঁর পরিবার মস্কোতে: রুশ বার্তা সংস্থা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৬:৩৬:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১২-২০২৪ ০৬:৩৬:৩৮ অপরাহ্ন
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর পরিবার মস্কোতে আছেন। রুশ বার্তা সংস্থাগুলো রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ক্রেমলিনের একটি সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসলামী বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়লে কয়েক ঘন্টার মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।
আসাদের প্রধান মিত্র রাশিয়া যুদ্ধ-বিধ্বস্ত দেশটির দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
সংবাদ সংস্থাগুলো আরো জানিয়েছে, ক্রেমলিনের সুত্র বার্তা সংস্থা তাস এবং রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে বলেছে, ‘আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কো এসে পৌঁছেছে।’ রাশিয়া মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে।’
আসাদ কি আসলেই মস্কোতে আছেন কিনা জানতে চাইলে এক পশ্চিমা কর্মকর্তা বলেছেন,মস্কোর দাবি নিয়ে সন্দেহের কিছু নেই।
ক্রেমলিন সুত্র আরো জানিয়েছে, যেসব বিদ্রোহীরা আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনীতিক প্রতিষ্ঠান সমুহের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা দিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স