কুয়াকাটায় যুবদলের তিন নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৬:০৫:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১২-২০২৪ ০৬:০৫:১৯ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার (৯ ডিসেম্বর) জেলা যুবদলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও সদস্য মিরাজ হাওলাদার।
শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হান্ডি কড়াই (বার) ভাংচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করে ইউসুফ ঘরামী গণমাধ্যমকে বলেন, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোন অপরাধ করিনি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স