ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ দিবসে সাইকেল র‌্যালি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৬:০০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৬:০০:৩৯ অপরাহ্ন
​পটুয়াখালীতে দুর্নীতি প্রতিরোধ দিবসে সাইকেল র‌্যালি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও টিআইবির উদ্যোগে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহরের ডিসি কোর্ট চত্বর থেকে শুরু হওয়া এই র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় নাগরিকেরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের সার্কিট হাউজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালযের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে  দরবার হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন পায়রা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, এবং জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তানভীর আহমদ।
আলোচনা সভায় বক্তারা জানান, এই সাইকেল র‌্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়বে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে।


বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ