ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমজাদ সভাপতি, সোবহান সম্পাদক

২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৫:১২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৫:১২:৪৯ অপরাহ্ন
২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি ড. মোহাম্মদ আমজাদ হোসেন ও আব্দুস সোবহান।
বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেনকে সভাপতি ও বাংলাদেশ রেলওয়ের ঢাকার বিভাগীয় এস্টেট কর্মকর্তা আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে ২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর(২০২৫-২৬) দায়িত্ব পালন করবে। গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ফোরামের এক সভায় এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দিলারা বেগম, আব্দুল্লাহ হাক্কানী ও রেজাই রাফিন সরকার। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম শওকত আলম মজুমদার ও এ.টি.এম.মাহবুব-উল-করিম। সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান ও ফারহানা হায়াত। কোষাধ্যক্ষ হয়েছেন মেহেদী-উল-সহিদ, তথ্য-প্রযুক্তি সম্পাদক রাজিবুল ইসলাম, প্রকাশনা সম্পাদক তৌফিক আল মাহমুদ এবং প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ চৌধুরী।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন লিয়াকত আলী, লুৎফুন নাহার, ডি এম আতিকুর রহমান, মাহমুদুর রহমান, আব্দুল কাদের শেখ, আব্দুর রউফ তালুকদার, কংকন চাক্‌মা, ও মাহফুজার রহমান

বাংলা স্কুপ/ প্রতিবেদক/এএইচ/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ