ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​লাল শাপলার রাজ্যে প্রকৃতিপ্রেমীর ভিড়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫৯:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৪:৫৯:৪৪ অপরাহ্ন
​লাল শাপলার রাজ্যে প্রকৃতিপ্রেমীর ভিড়
মেঘালয়ের সবুজ পাহাড় ঘেঁষে বিলের কালচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। সবকিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন রং-তুলির আঁচড়ে। তাই সৌন্দর্যে ভরপুর সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওড়ের লাল শাপলার রাজ্যে ভিড় বাড়ছে পর্যটকদের। তবে যাতায়াত ব্যবস্থায় নাখোশ পর্যটকরা।
ভোরে উদিত লাল সূর্য, অতিথি পাখির বিচরণ, লাল শাপলার মেলা আর মেঘালয়ের সবুজ পাহাড় সব মিলিয়ে প্রকৃতির ঢেলে দেয়া এক সৌন্দর্যের ক্যানভাস। অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি ভ্রমণের জায়গা সিলেটের জৈন্তাপুর শাপলা বিল। অনেকে ডিবির হাওড় নামেও চিনে থাকেন।
শরতের শেষ আর শীতের শুরুতে লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। শুধু তাই নয় নৌকা দিয়ে শাপলার বিল ঘোরার পাশাপাশি চারিদিকে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য যেনো কেড়ে নেয় সবার মন।
শীতের শুরু হতে না হতেই সপ্তাহের সাত দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিস্তীর্ণ এ লাল শাপলার রাজ্য। এ ডিবির হাওরের পানিতে ঘুরে বেড়িয়ে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা।তবে মূল স্পটে যাওয়ার রাস্তার বেহাল দশা হওয়ায় পর্যটকদের অভিযোগের শেষ নেই। ফলে প্রায়শই পর্যটকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।বিশ্রামাগারসহ পাবলিক টয়লেটের অভাব ও যাতায়াত সড়কের বেহাল দশা কষ্ট দিচ্ছে পর্যটকদের। রাস্তা সংস্কারের দাবি স্থানীয় নাগরিক ও পর্যটকদের।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, ‘এর আগে অনেক বার রাস্তার টেন্ডারের কাজ নানাভাবে আটকে ছিলো, তবে এবার টেন্ডার হয়ে গেছে। সামনের মাস থেকেই হবে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এ মৌসুমে পর্যটকদের একটু কষ্ট হলেও সামনের মৌসুমের আগেই সুন্দর রাস্তা পাবো আমরা। ফলে পর্যটকদের কোনো ভোগান্তি ছাড়াই পৌছাতে পারবে লাল শাপলা বিলে।’
এক সময় জৈন্তার রাজা রামসিংহের সমাধি বুকে নিয়ে চুপচাপ পড়ে ছিল ডিবির হাওড়। বছর তিরিশেক আগে সীমান্তের ওপারের খাসিয়া সম্প্রদায় ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা-অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। ধীরে ধীরে ডিবি বিল ছাড়িয়ে লাল শাপলায় রঙিন হয়ে উঠে কেন্দ্রী বিল, হরফকাটা বিল ও ইয়ামবিল।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ