এক ফ্রেমে বলিউডের তিন খান!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১২-২০২৪ ০৪:৪৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১২-২০২৪ ০৪:৪৬:২৮ অপরাহ্ন
ফাইল ফটো
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খান বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ খান দেখা করেছিলাম। তখন আমাদের একসঙ্গে একই ছবিতে অভিনয় করা নিয়ে আলোচনা হয়েছে।
তবে কি আমরা ধরে নিচ্ছি— একসঙ্গে তিন খানকে সিনেমার পর্দায় দেখা যাবে। বহু দিন ধরে এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। হ্যাঁ, একই সিনেমায় একসঙ্গে তিন খানকে দেখতে পাওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। সম্প্রতি এমন খবরই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা আমির খান।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছয় মাস আগে বলিউড বাদশাহ শাহরুখ খান ও বলিভাইজান সালমান খানের সঙ্গে একসঙ্গে একই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে আলোচনা করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি বলেছেন, ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে কথা হয়েছে।
আমিরই নাকি বিষয়টি তুলে ধরেন আলোচনার মধ্যে। অভিনেতা বলেন, তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি— আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।
আমির বলেন, আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটিরই অপেক্ষায় রয়েছি আমরা।
গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে বাদশাহ শাহরুখের সঙ্গে ভাইজান সালমানকে দেখা গিয়েছিল। সেখানে দুজনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান জানান, তিনি নাকি এখনো ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির এই নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার।
মিস্টার পারফেকশনিস্ট বলেন, এই দৃশ্য দেখে আমার খুব মজার লেগেছিল। ছবিটা আমি দেখিনি। কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম। শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির। তিনি বলেন, অল্প বয়সি অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব।
উল্লেখ্য, আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স