ঢাকা , শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থী মনির হত্যা মামলা

আবারও রিমান্ডে পলক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৪:৩৮:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৪:৩৮:৫৩ অপরাহ্ন
আবারও রিমান্ডে পলক ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থী মনির মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 
সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে পলককে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক শেখ হাদিউজ্জামান সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করে। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পর দিন তাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত। এরপর বিভিন্ন মামলার আরও কয়েক দফা রিমান্ড শেষে ফের তিন তাকে দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী মনির মিয়া চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। এরপর ঢাকা মেডিক্যালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের খালাতো ভাই ২ অক্টোবর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পলক দুই নম্বর এজাহার নামীয় আসামি।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ