ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঘুরল পুঁজিবাজারের চাকা

আপলোড সময় : ১০-০৯-২০২৪ ০৫:৫৬:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৯-২০২৪ ০৫:৫৬:৪৯ অপরাহ্ন
​ঘুরল পুঁজিবাজারের চাকা
বাংলা স্কুপ, ১০ সেপ্টেম্বর ২০২৪: 
টানা ছয় কার্যদিবস পতনের পর মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাড়ল সূচকের মান। তবে উভয় শেয়ারবাজারেই কমেছে লেনদেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
 ডিএসইতে মঙ্গলবার বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৩ দশমিক ২৮ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক ২২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৭০২ দশমিক ৮২ পয়েন্টে ও ১ হাজার ২৩৫ দশমিক ৩৫ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ২০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ দশমিক ৭৩ পয়েন্টে।
তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৫৮ কোটি ৬৩ লাখ টাকার।
এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭৩টি কোম্পানির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৭২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ১২৭ দশমিক ৩৯ পয়েন্টে ও ৯ হাজার ৭২৪ দশমিক ২৪ পয়েন্টে।
এছাড়া সিএসআই সূচক ৪ দশমিক ৮০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ২৫ দশমিক ৯০ পয়েন্টে ও ১ হাজার ১৯৮ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসই-৩০ সূচক ৩৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭২ দশমিক ২০ পয়েন্টে।
তবে সিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ টাকা।
 সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারদর।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ