ঢাকা , বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ , ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​৩০০ বলের খেলায় ১৫৫ বলই ডট!

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৪:০৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৪:০৯:২৬ অপরাহ্ন
​৩০০ বলের খেলায় ১৫৫ বলই ডট! ​সংবাদচিত্র : সংগৃহীত
৩০০ বলের ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ১৫৫ বলই ডট। এত বেশি ডট খেলার পরও দলীয় সংগ্রহ ২৯৪। ভাবুন তো এই ডটের তিন ভাগের এক ভাগ ডটও যদি কম খেলা যেত। সেই বল গুলোতে যদি রান আসতো তাহলে কোথায় গিয়ে ঠেকত দলীয় সংগ্রহ?
তখন নিশ্চয় সেটা প্রতিপক্ষের কাছেও পাহাড়সম ঠেকত। সেটা না হাওয়ায় দিন শেষে বাংলাদেশের সঙ্গী হয়েছে হার। তবে ম্যাচ হারলেও বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্কোরবোর্ডের পুঁজি নিয়ে সন্তুষ্টির কথায় শোনিয়েছেন।
ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট খরচায় বাংলাদেশের পুঁজি ২৯৪। যেখানে দলীয় সর্বোচ্চ ১০১ বলে ৭৪ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। তিনি ব্যাট করেছেন ৭৩.২৬ স্ট্রাইকরেটে। বাকি ব্যাটারদের সবাই ব্যাট করেছেন ১০০ বা তার বেশি গড় রেখে। এই অবস্থায় হারের দায়টা কি শেষ পর্যন্ত অধিনায়কের কাঁধেই বর্তায় না?
তার কারণেই যে স্কোরবোর্ডের রানটা আরও বড় হয়নি। যে কারণে বাংলাদেশকে হারতে হয়েছে ১৪ বল আগে ও ৫ উইকেটের ব্যবধানে।
মিরাজ অবশ্য নিজেদের স্কোরে সন্তুষ্ট। পুরস্কার বিতরণী মঞ্চে বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। ৮৮ বলে ৮৬ করে হোপ সাজঘরে ফিরলেও  ৮ ছক্কা ও ৭ চারে ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাদারফোর্ড। এই দু জনের জুটিতে মাঝে যোগ হয় ৯৯ রান। এরপর রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস মিলে ৫৭ বলে ৯৫ রানের জুটিতে জয়ের সুবাস এনে দেন। মিরাজ তাই কৃতিত্বটা তাদেরকেও দিলেন।
মিরাজ বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’
মিরাজ এরপর ভুল থেকে শেখার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা অনেক কিছু থেকেই শিখব। আমরা কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। এখনো দুটি ম্যাচ বাকি, তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে।’
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার ওয়ার্নার পার্কেই।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ