ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​বিশ্বের কাছে বাংলাদেশ লোভনীয় জায়গা: আলাল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৩:৩৪:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৩:৩৪:৫৩ অপরাহ্ন
​বিশ্বের কাছে বাংলাদেশ লোভনীয় জায়গা: আলাল ​ফাইল ফটো
ভূপ্রাকৃতিক কারণে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা লোভনীয় জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিজয়ের ৫৩ বছর: আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভা তিনি এ কথা বলেন।
আলাল বলেন, ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ এ দেশে ভারতের দালালি করেছে। বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘পালিয়ে যাওয়া হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারতের জয় মানে আমাদের জয়!’
‘কিন্তু দেশ স্বাধীন করেছি কারো চোখ রাঙানি দেখার জন্য নয়। শখ করে বিড়ি-সিগারেট খেলে ভাগ করে খেয়েছি। এটা আনন্দ ছিল এক সময়’, যোগ করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, দেশে ’৭৪-এর পর দুর্ভিক্ষ হয়নি, কিন্তু জনসংখ্যা বেড়েছে। ভূপ্রাকৃতিক কারণে সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা লোভনীয় জায়গা। বাংলাদেশে তরুণ ও চিন্তাশীল লেখকের প্রয়োজন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ