ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০৮:৫২:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৮:৫২:৪০ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত আমির।
এ সময় ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল হেড টিম ডুকেট। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াত আমিরের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স