ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলি না : খাদ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:৩৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:৩৬:৩৪ অপরাহ্ন
বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলি না : খাদ্য উপদেষ্টা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলি না। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এজন্য দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া আছে। আমরা আশা করি সে চাল দ্রুত আসবে। 
তিনি রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনার তীরে নির্মানাধীন ষ্টিলসাইলো নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাল সংগ্রহে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। বর্তমানে ২২ লাখ টন খাদ্য মজুদ আছে। সেটিকে ৩০ লাখ করার জন্য কাজ করছে সরকার।
খাদ্য উপদেষ্টা বলেন, যখন দেশে চালের ভাল উৎপাদন হয়, সেক্ষেত্রে আমদানি পরিমাণ কম হয়। তবে ঘাটতি পূরণের জন্য মাঝেমধ্যে আমদানি করতেহয়। এবারে বন্যায় পূর্বাঞ্চলে কৃষিজমির ক্ষতি হয়েছে। কৃষিবিভাগ  থেকে বলা হয়েছে খাদ্য ঘাটতি হতে পারে। এজন্য আমরা খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছি। এগুলো আমদানি করার প্রক্রিয়াধীন রয়েছে। 
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য কেনার পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে মূলত ভারত থেকে। দ্বিতীয়ত সরকার টু সরকারের মাধ্যমে সরাসরি যোগাযোগের মাধ্যমে। এরমধ্যে মায়ানমার থেকে এক লাখ টন চাল আমদানিকরাহবে। আলোচনায় আছে ভিয়েতনাম থেকেও চাল আমদানী করব। এছাড়া থাইল্যান্ড, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে সরকার সরাসরি ওই দেশে সরকারের সাথে যোগাযোগ করে এই চাল আমদানি করবে। 
ভারত থেকে চাল আমদানি খরচ তুলনামূলক কম। অন্যদের থেকে চাল আমদানির ক্ষেত্রে ব্যায় বাড়বে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, আমরা বাণিজ্যকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলি না। ভারত থেকে চাল কিনলে তুলনামূলকভাবে খরচ কম পড়বে। এজন্য দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া আছে। আমরা আশা করি সে চাল দ্রুত আসবে। 
পাশাপাশি আমরা একক কোনো একটা দেশের উপরনির্ভর করবো না। যেহেতু আমাদের খাদ্য ঘাটতি আছে, আমরা অন্যান্য দেশ থেকে আমদানি করে সে ঘাটতি পূরণ করব। আমরা সে চেষ্টা করছি। 
তিনি বলেন, ভারতের থেকে চাল আমদানি বাণিজ্য ও রাজনীতিকে আমরা একসাথে দেখছি না। বাণিজ্যকে আমরা বাণিজ্যিকভাবে দেখছি।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। আমরা উৎপাদন করতে পারি মাত্র ১০ লাখ মেট্রিক টন গম। এর বেশি উৎপাদন আমাদের পক্ষে কঠিন হচ্ছে। গম চাষের জমিগুলোয় এখন ভুট্টাচাষ হচ্ছে। অধিকাংশ গম বাহির থেকে আমদানি করতে হচ্ছে। বেসরকারিখাতে আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ