চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১২-২০২৪ ০৫:২১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১২-২০২৪ ০৫:২১:০০ অপরাহ্ন
ফাইল ফটো
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করা হয়। এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন।১৬৪ জন ছাড়াও আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলাটিতে।
মামলার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, আদালতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি আবেদন দায়ের করা হয়েছে। গত ২৬ নভেম্বরের ওই ঘটনায় মামলাটির আবেদন করা হয়েছে। তবে এখনো আদেশ হয়নি।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধনের জন্য মামলার বাদী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে যান।ওই দিন বিকালে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ওই ব্যবসায়ীকে মারধর করে।এ সময় আদালত প্রাঙ্গণে থাকা বিভিন্ন গাড়িও ভাঙচুর করেন তারা। মারধরে ব্যবসায়ী এনামুলের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ হাত ভেঙে যায়।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
অসুস্থ থাকায় এতদিন মামলা করতে পারেননি বলে আবেদনে উল্লেখ করেছেন এনামুল।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স