ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

উৎপাদনের অপেক্ষায় পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৫:০৯:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৫:০৯:১৬ অপরাহ্ন
উৎপাদনের অপেক্ষায় পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্র ​ফাইল ফটো
জ্বালানি সংকটের মধ্যেও দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। কলাপাড়ায় অবস্থিত এই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক কেন্দ্রটি উৎপাদন কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অনুমোদন পেলে আগামী ডিসেম্বরের মধ্যে এটি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্রটি দৈনিক প্রায় ১২ হাজার টন কয়লার প্রয়োজন হবে। ইতোমধ্যে কেন্দ্রটি কমিশনিং এবং উৎপাদন শুরুর জন্য তিন ধাপে ১ লাখ ২৮ হাজার টন কয়লা মজুত করেছে। তবে বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় ব্যাকফিড পাওয়ার না থাকায় উৎপাদন পিছিয়ে গেছে।
আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম ভূঁইয়া জানান, প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদন আগামী মার্চে শুরু হবে। পর্যায়ক্রমে ২০২৫ সালের জুনে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে। তবে ব্যাকফিড পাওয়ার পাওয়া মাত্র উৎপাদন শুরু করতে প্রস্তুত রয়েছে তারা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ