ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে যা জানা গেলো

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০২:১৭:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০২:১৭:৪৪ অপরাহ্ন
​শনিবার স্কুল-কলেজ খোলা নিয়ে যা জানা গেলো প্রতীকী ছবি
আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মন্ত্রণালয় ও মাউশি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটা তারা জানে না। এ ব্যাপারে মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সেটি এখনো বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই।
গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার পর্যন্ত এ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, ২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কোনো ধরনের গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এই কর্মকর্তা।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ