ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​জুলাই-আগস্ট আন্দোলন

উত্তরায় ৯২ শহিদের তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
উত্তরায় ৯২ শহিদের তালিকা প্রকাশ ​সংবাদচিত্র : সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় (১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) ৯২ জন নিহতের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।
তিনি জানান, ‘উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে— ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন।’ তবে এই তালিকা আরও বাড়তে পারে বলেও জানান ফান্তাসির। 
ফান্তাসির মাহমুদ বলেন, ‘সরকারি কোনও সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে। যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে।’
এ সময় উত্তরায় নিহতদের পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতি ব্যর্থ হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে স্মরণীয় করে রাখতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ