ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বিপদ আসলে কী করবেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:৩৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:৩৬:৪৪ অপরাহ্ন
​বিপদ আসলে কী করবেন প্রতীকী ছবি
মানুষের জীবনে আল্লাহ বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে থাকেন। প্রতিটি কঠিন সময় বা বিপদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, যা আমাদের ধৈর্য, ঈমান ও বিশ্বাসকে যাচাই করে। আল্লাহ আমাদের উপর যে নেয়ামত বর্ষণ করেছেন আর যে পরীক্ষা দিয়েছেন, তা সবই আমাদের কল্যাণের জন্য।
আল্লাহর দেয়া পরীক্ষা কখনোই আমাদের ক্ষতির জন্য নয়, বরং তা আমাদের আত্মশুদ্ধি ও পরকালের প্রস্তুতির মাধ্যম। তাই পরীক্ষার সময়ে বান্দার কর্তব্য হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, তার করুণা ও দয়ার উপর ভরসা রাখা। এই দোয়াটি এমন একটি প্রার্থনা, যা আল্লাহর নেয়ামত, পরীক্ষা ও দয়া স্মরণ করে জান্নাতে প্রবেশের জন্য আল্লাহর অনুগ্রহ কামনা করা হয়।
اَللّٰهُمَّ إِنِّيْۤ أَسْأَلُكَ بِنِعْمَتِكَ السَّابِقَةِ عَلَيَّ وَبَلَآئِكَ الْحَسَنِ الَّذِيْ ابْتَلَيْتَنِيْ بِه
 وَفَضْلِكَ الَّذِيْ فَضَّلْتَ عَلَيَّ أَنْ تُدْخِلَنِيَ الْجَنَّةَ بِمَنِّكَ وَفَضْلِكَ وَرَحْمَتِكَ 
আরবি দোয়াটির বাংলা উচ্চারণ 
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিনিমাতিকা আস-সাবিকাতা আলাইয়া ওয়া বালা-ইকাল হাসানি আল্লাজি ইবতালাইতানি বিহি, ওয়া ফাজলিকাল্লাজি ফায্বলতা আলাইয়া আন তুদখিলানিয়াল জান্নাতা বিমান্নিকা ওয়া ফাজলিকা ওয়া রাহমাতিকা।
অর্থ: ইয়া আল্লাহ! আমাকে প্রদত্ত আপনার নেয়ামতের অসিলায়, (প্রত্যেক জীবিত মানবের প্রতিটি লোমকূপ জীবনের প্রতি মুহূর্তে যার সাক্ষ্য দেয়) আমার নিকট থেকে গৃহীত আপনার উত্তম পরীক্ষার অসিলায়, আমার উপর কৃত আপনার অনুগ্রহের অসিলায় আপনার কাছে প্রার্থনা করছি, আপন দান ও করুণায় আমাকে আপনি জান্নাতে দাখিল করুন।
 বান্দার উপর বাহ্যিক দৃষ্টিতে যখন কোনো বিপদ আসে, তখন এর দ্বারা উদ্দেশ্য হয় তার পরীক্ষা নেয়া। আর এই পরীক্ষা সবসময় (হাসান) ভালোই হয়ে থাকে। কারণ, আল্লাহর সব কাজই ভালো। এ তো দাসত্বের পরম প্রকাশ যে, বান্দা জান্নাতে দাখিল হওয়ার উপায় হিসেবে শুধু এবং শুধু মালিকের দয়া ও করুণার উল্লেখ করছে, নিজের কোনো আমল বা কর্মের দিকে ইঙ্গিতও করছে না।
 আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে আমরা তার কাছ থেকে সাহায্য ও করুণা প্রার্থনা করতে পারি। এ দোয়া আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহর কাছে নিজের ত্রুটি স্বীকার করে তার দয়া ও অনুগ্রহের ওপর নির্ভরশীল হওয়া উচিত। কোনো বিপদ বা পরীক্ষা আমাদের জন্য ক্ষতির কারণ নয়; বরং তা আমাদের জন্য উত্তম ফলাফল বয়ে আনে।
এ দোয়া আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, আল্লাহর নেয়ামত ও করুণা সর্বদা আমাদের সঙ্গে রয়েছে। তাই জীবনের প্রতিটি পরীক্ষায় আমরা যেন এ দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি এবং তার রহমতের প্রত্যাশা রাখি।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ