ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​কবরস্থানে দুই বালতি বোমা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:২৮:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:২৮:২৩ অপরাহ্ন
​কবরস্থানে দুই বালতি বোমা
মাদারীপুরের কালকিনিতে একটি পুরানো কবরস্থান থেকে দুই বালতি ভর্তি ২০ তাজা বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা এলাকার পাতাবালি কবরস্থান থেকে ওই ২০টি হাত বোমা উদ্ধার করা হয়। এ খবরে ওই এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে বোমাবাজির ঘটনা ঘটে আসছিল। এ বোমাবাজি বন্ধ করার লক্ষ্যে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরেয়ে আনার অংশ বিশেষ হিসেবে কালকিনি থানা পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় পৌরসভার ২নং ওয়ার্ড পাতাবালি এলাকায় সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভর্তি ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।
কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে এসআই মশিউর রহমান নয়ন ও এসআই মাহমুদ হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি। কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ