ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৪:১৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৬:০৭:৫৫ অপরাহ্ন
​দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ​সংবাদচিত্র : সংগৃহীত
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার (৬ ডিসেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ১ থেকে ২ কিলোমিটার। দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১২.০ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এবং বুধবার (৪ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর ৩ ডিসেম্বর এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যদিও সকালে উঠেছে সূর্য কিন্তু প্রখরতা একেবারেই কম। দুপুরেও মানুষজনকে গরম কাপড় গায়ে দিয়ে চলাফেরা করতে দেখা গেছে।
শীতের তীব্রতা বাড়ায় সব থেকে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তারা ঠিকভাবে কাজে যেতে পারছেন না কিংবা কাজে গেলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না, ফলে তাদের আয় উপার্জনে ভাটা পড়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং এই ডিসেম্বরে তীব্র শীত বইবে এ জেলার ওপরে। সেই সঙ্গে ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরু থেকেই এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ