ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​মা-শিশুকে এসিড মেরে চেইন ছিনতাই, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৮:০৮:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৮:০৮:৫২ অপরাহ্ন
​মা-শিশুকে এসিড মেরে চেইন ছিনতাই, গ্রেপ্তার ১ ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় গত ২১ নভেম্বর এক নারী এবং তার দুই বছরের শিশুকে এসিড নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ছিনতাইকারী নাঈম ওরফে বাবুকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ।
তিনি জানান, গত ২১ নভেম্বর সকালে সাথী রানী (৩৬) তার দুই বছরের কন্যা বিজু রানীকে নিয়ে কামারপাড়া বাজার থেকে পুরাতন থানা রোডের একটি বাসায় যাচ্ছিলেন। বাসার গেটের সামনে গেলে অজ্ঞাত এক যুবক সাথী রানীকে রহিম নামক কোনও ব্যক্তিকে চিনে কিনা জিজ্ঞাসা করে। উত্তর দেওয়ার আগেই অজ্ঞাত ওই যুবক একটি বোতল থেকে স্প্রে-এর মাধ্যমে তার ও বিজু রানীর মুখে এসিড নিক্ষেপ করে। এতে সাথী রানীর মুখের কিছু অংশ ও বিজু রানীর শরীরের কিছু অংশ ঝলসে যায়।
এ সময় অজ্ঞাত ওই ভিকটিম সাথী রানীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন সাথী রানী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য উত্তরার শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভিকটিমের ভাশুর শ্রী চিবাস কুমার হালদারের অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় বুধবার ময়মনসিংহ সদর থানার চরদুর্লভা গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নাঈম একজন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে তুরাগ এলাকায় ছিনতাইয়ের কাজে জড়িত। ঘটনার দিন সে ভিকটিমের গলার চেইন ছিনতাইয়ের উদ্দেশে সাথী রানী এবং বিজু রানীকে এসিড নিক্ষেপ করে। গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ