আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের শারমিন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ০৫:১১:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ০৬:৪৮:২৭ অপরাহ্ন
শারমিন আক্তার (বামে)
প্রায় দেড় বছর পর ফিরেই পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার শারমিন আক্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল তাঁর। যার স্বীকৃতি হিসেবে নভেম্বরে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।
তাঁর সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়াট হজ। ছেলেদের তালিকায় রয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা, দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও পাকিস্তানের হারিস রউফ।
আইরিশদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে ব্যাট হাতে মূল কারিগর ছিলেন শারমিন। তাই প্রথমবারের মতো মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। তার আগে এই অ্যাওয়ার্ড জিতেছেন নাহিদা আক্তার।
নভেম্বরে দুটি অসাধারণ পারফরম্যান্স ছিল শারমিনের। প্রথম ম্যাচে ১৫৪ রানে জয়ের দিনে দাপট দেখিয়ে ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও হন তিনি। তার দাপট অব্যাহত ছিল দ্বিতীয় ম্যাচেও। মিরপুরে ৫ উইকেটে জয়ের দিন করেছেন ৪৩ রান।
ছেলেদের বিভাগে দ্বিতীবারের মতো এই পুরস্কার জয়ের হাতছানি বুমরার সামনে। নভেম্বরেই টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে স্মরণীয় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে বল হাতে ৩০ রানে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪২ রানে তিনটি শিকার করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের আশা বাঁচিয়ে রাখতে ভূমিকা রেখেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের পারফরম্যান্স ছিল আরও নজর কাড়া। ২০২২ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে এই পুরস্কার জয়ের হাতছানি তার সামনে। প্রথম টেস্টে লঙ্কানদের ২৩৩ রানে হারাতে বল হাতে রেকর্ড গড়া পারফরম্যান্স ছিল তার। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৪২ রানে গুটিয়ে গেছে ১৩ রানে তার ৭ উইকেট শিকারে! পুরো ম্যাচে ১১ উইকেট নিয়ে ছিলেন ম্যাচসেরা।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স