ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:৫৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৬:৩৯:৩৯ অপরাহ্ন
ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা ​সংবাদচিত্র : সংগৃহীত
দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ( ৫ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার কিছুক্ষণ আগে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়। এর আগে সংলাপে অংশ নিতে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হন।
এর আগে তিনি গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’ তিনি এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ