ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
​গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু
আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
সদর উপজেলার তুলশিঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবারের জেলা ইজতেমার আয়োজন করেছে জেলা তাবলীগ জামায়াত। আগামী শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কার্যক্রম।
ইতোমধ্যে ইজতেমা মাঠে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও আসতে শুরু করেছেন। মাঠে এক সঙ্গে নামাজ আদায়, বয়ান শোনাসহ মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ইজতেমা ময়দানে অস্থায়ী টয়লেট, অজুখানা ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে।
এবারের ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়ক হুমায়ূন কবির জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমার সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এবারের ইজতেমায় হাজার-হাজার মুসল্লির সমাগমের আশা করা হচ্ছে। শনিবার আখেরি মোনাজাত হবে।
ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তার কথা জানিয়ে গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, ইজতেমা ময়দানের ভেতর ও বাইরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।


বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ