হিলিতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ০৩:৪৩:৫৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে হিলি সীমান্তের ২৮৫/৯ এস পিলার দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে রাত সাড়ে ১০টায় হাকিমপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা বলেন, বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক আব্দুর রহমান কে আটক করে থানায় নিয়ে আসে বিজিবি সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের পূর্বক আসামি জমা দিয়েছে। আজ আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স