স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিলেন বিএনপি নেতা রিজভী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ০৩:০৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ০৪:১৭:৪২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে আয়োজিত ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি এ কাজ করেন। এ সময় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তাঁর সঙ্গে ছিলেন।
এসময় তিনি বলেন, আমাদের ঐক্য ইস্পাতের মতো কঠিন। এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। আমরা ওদের (ভারত) দেশের স্বাধীনতা ও পতাকাকে আমরা সম্মান করবো। তারা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। কিন্তু, আমরা ওদের পণ্য বর্জন করবো।
রুহুল কবির রিজভী বলেন, 'ভারতের আগরতলায় কিছু উগ্রবাদী মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে। আমাদের জাতীয় পতাকার যে খুঁটি রয়েছে সেটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে। কলকাতায় যে হাইকমিশন রয়েছে সেখানে গিয়ে তারা আজেবাজে বলেছে। তোমরা আমাদেরকে পছন্দ করো না, তারপরও তোমাদের জিনিস কিনতে হবে? বাংলাদেশের মানুষ তো মাথা নত করার মানুষ নয়। আমরা একবেলা খেয়ে থাকবো, তারপরও আমরা মাথা নত করবো না।'
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'আমি আমার দেশের মানুষকে বলেবো, ওরা (ভারত) যে বাংলাদেশের মর্যাদাকে লুন্ঠিত করার চেষ্টা করেছে, ওরা (ভারত) যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে কিন্তু আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করবো না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে ছোট করবো না। প্রত্যেক জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা সম্মান করবো। আমরা ওদের (ভারত) মতো ছোটলোকি করবো না।'
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু,সহ-সাংগঠনিক অধ্যাপক আমিনুল ইসলাম,ছাত্রদল নেতা ডা.আব্দুল আউয়াল প্রমুখ।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স