বাসের ধাক্কায় ফুল ব্যবসায়ী নিহত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ০১:৪৯:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ০১:৪৯:১০ অপরাহ্ন
রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন।
নিহতের ছেলে অনিক হোসেন জানান, শাহবাগ মোড়ে ফুটপাতে ফুলের দোকান রয়েছে তার বাবার। ভোরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এরপর সকাল ৬টার দিকে তিনি ফোনে খবর পান, শাহবাগ মোড়ে শ্যামলী বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন। পরবর্তীকালে হাসপাতালে বাবার মরদেহ দেখতে পান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গুরুতর অবস্থায় আনোয়ারকে ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স