অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১২-২০২৪ ০১:২৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১২-২০২৪ ০৫:০৪:২৮ অপরাহ্ন
সামরিক আইন জারির ঘোষণায় অভিশংসনের মুখে পড়লেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটিতে। বুধবার (৪ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব তোলে বিরোধীরা। খবর রয়টার্স।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হতে হবে প্রস্তাবটির ওপর। পাসের জন্য প্রয়োজন ন্যাশনাল অ্যাসেম্বলির দুই-তৃতীয়াংশের বেশি আইনপ্রণেতার ভোট। পার্লামেন্টে পাস হলে সাংবিধানিক আদালতে যাবে অভিশংসন প্রস্তাব। সেখানে ৯ বিচারপতির মধ্যে ৬ জন পক্ষে রায় দিলেই কার্যকর হবে অভিশংসন। ৩০০ সদস্যের পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়ুনের দলের দখলে রয়েছে ১০৮টি আসন।
মঙ্গলবার হঠাৎ দেশে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইয়ুন। ছড়িয়ে পড়ে তীব্র বিক্ষোভ-সহিংসতা। প্রেসিডেন্টের বিরুদ্ধেও অবস্থান নেন আইনপ্রণেতারাও। বাধ্য হয়ে ৬ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয় এই আইন। এরপরও কমেনি উত্তেজনা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স