ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​চন্দনাইশে বিদ্যুৎ কন্ট্রোল রুমে যুবকের গলিত লাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৩:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৫৩:০১ অপরাহ্ন
​চন্দনাইশে বিদ্যুৎ কন্ট্রোল রুমে যুবকের গলিত লাশ ​সংবাদচিত্র : সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুম থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় কিছু যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে কলেজের দপ্তরি বিদ্যুৎ কন্ট্রোল রুমের দরজা খুলে ভিতরে যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এবং চন্দনাইশ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ এবং চন্দনাইশ ফায়ার স্টেশনের সদস্যদের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, ধারাণা করা হচ্ছে আনুমানিক এক সপ্তাহে আগে বৈদ্যুতিক তার চুরি করতে ওই যুবক কলেজের বিদ্যুৎ কন্ট্রোল রুমে প্রবেশ করেছিল এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হবে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ