ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​১০ দিনের রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৭:৪৭:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৭:৪৭:০২ অপরাহ্ন
​১০ দিনের রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ
বাংলা স্কুপ, ৯ সেপ্টেম্বর ২০২৪: 
দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর নিহতের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত চলছে তার বিরুদ্ধে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় আ স ম ফিরোজকে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এ সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। টানা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। সবশেষ চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া নামে এক কিশোর। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ