দুর্নীতিবাজদের বিরুদ্ধে ক্ষেপলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৭:০৭:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৭:০৭:০৫ অপরাহ্ন
ফাইল ফটো
ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আপনাদের যদি মনে হয় কোনো কর্মকর্তা, দায়িত্ববান ব্যক্তি দুর্নীতিতে জড়িত, তা আমাদের জানাবেন আমরা সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি মনিটরিং সেল করা আছে, আপনারা সেখানে অভিযোগ জানাতে পারবেন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে আয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ওয়াসার নাম শুনলেই প্রথমেই দুর্নীতির কথা মাথায় আসে মানুষের মনে। তবে যে কয়দিনই দায়িত্বে থাকি আমার মন্ত্রণালয়ে অর্থাৎ ওয়াসা, সিটি কর্পোরেশন নামে যেসব বদনাম আছে সেগুলো ঘুচাতে চাই।
তিনি আরও বলেন, নগরবাসীর সুপ্রিয় পানির ব্যবস্থা করার দায়িত্ব ঢাকা ওয়াসার। আগের দিনে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে আর শুনতে চাই না। নগরবাসীর সেবা নিশ্চিতের জন্য আপনারা সর্বোচ্চ কাজ করে তা নিশ্চিত করবেন। আগের অনেক প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে, সেখানে অনেক কর্মকর্তা জড়িত ছিল। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি করার সুযোগ কম।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমরা যে সংস্কারের কথা বলছি, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি এসেছে। প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে হবে। সংস্কারটা আমাদের চিন্তার জায়গা থেকে করতে হবে। ঢাকা ওয়াসায় যখন আমি আসলাম তখন দেখলাম এখানে আমার দুটি ছবি টাঙানো আছে। তাহলে সেই সংস্কারটা কোথায় হলো? আগে শেখ হাসিনার ছবি টাঙানো থাকতো, এখন আমার ছবি টাঙানো হয়েছে। আমি অনুরোধ করব এই বিষয়গুলো পরিহার করে চলবেন।
তিনি আরও বলেন, ওয়াসার পানি সরবরাহে কোনো সংকট যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এখন থেকেই সচেষ্ট হন। ওয়াসার সেবার মান নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন সেই প্রত্যাশা সবার।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার সচিব নজরুল ইসলামসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স