প্রথমবার হতে যাচ্ছে বিওএ ম্যারাথন, পুরস্কার ৭৩ লাখ টাকা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রথমবারের মতো ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে । আগামী ২০ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের জলসিঁড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেবেন। নারী-পুরুষ বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে এই ম্যারাথনে প্রায় ৫ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ৯৩জন জয়ী অ্যাথলেটকে ৭২ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে ।
বুধবার (৪ ডিসেম্বর ) বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘সভাপতি মহোদয়ের নির্দেশনায় বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএর বছরে অন্তত ২ বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
বিওএ ম্যারাথনে ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন ২১.১০ কিলোমিটার দূরত্বে দুটি প্রতিযোগিতা হবে। ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটাগরিতে দৌঁড়াবেন। যারা পেশাদার এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন তারা এলিট বিভাগের অন্তর্ভুক্ত। এছাড়া ১৮-৫০ বছর পর্যন্ত সাধারণ একটি ক্যাটাগরি রয়েছে।
ক্যাটাগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারী দেড় থেকে দুই লাখ টাকা আর্থিক পুরস্কার পাবেন। ২০তম হয়েও ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ আছে।
বিওএ সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘বিওএ ম্যারাথনকে আকর্ষণীয় করতে এমন পুরস্কার। এবার খুব স্বল্প সময়ে দ্রুত আয়োজন হচ্ছে। পরবর্তীতে আরও বড় পরিসরে বিদেশিদের অংশগ্রহণে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
এরপরই বিওএ সহ-সভাপতি বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এটি ব্যবস্থাপনা করছে। আরও বড় ম্যারাথন আয়োজন করে তারা। আমাদের প্রথম ম্যারাথন তাদের দায়িত্বে আয়োজিত হবে।’
বিওএ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি লে. জেনারেল(অব:) মইনুল ইসলাম ও কোষাধ্যক্ষ একে সরকার।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স