ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে পুলিশ সদস্য নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০৬:৩৯:২৬ অপরাহ্ন
​শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে পুলিশ সদস্য নিহত
ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফাহিম আহাম্মদ জিদান (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন সিএনজি চালকসহ আরও বেশ কয়েকজন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
নিহত পুলিশ সদস্য জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণ ভাটারা থানায় কর্মরত ছিলেন। এর আগে মঙ্গলবার  মধ্যরাতে ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। 
গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম জানান, পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদান ছুটিতে বাড়ি ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে  নান্দাইল বাড়িতে যাওয়ার সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায়  পৌঁছলে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। নিহত পুলিশ সদস্য দেড় বছর আগে পুলিশে যোগদান করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। ওসি শিবিরুল ইসলাম কারো জানান, পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের  আবেদন করলে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ