মালয়েশিয়ার ১৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিবের দরদ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৫:১৫:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৫:১৬:০০ অপরাহ্ন
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর খুব একটা সুবিধা করতে পারেনি শাকিব খানের ‘দরদ’। গল্প আর ডাবিং নিয়ে দর্শকরা প্রকাশ করে চলেছেন অনাস্থা। এরমধ্যে খানিকটা সুখবর বয়ে আনলো ছবিটি। ৭ ডিসেম্বর থেকে এটি মুক্তি পাচ্ছে মালয়েশিয়ার ১৮টি প্রেক্ষাগৃহে।
এর আগে শাকিবের পরপর দুটি ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়ায় মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, সেই সাফল্যের রেশ থাকবে ‘দরদ’র বেলাতেও। সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এমনটাই জানান পরিবেশক প্রতিষ্ঠান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. রাসেল।
প্রতিষ্ঠানটি জানায়, ৬ ডিসেম্বর ছবিটির প্রিমিয়ার শো হবে সেখানে। ৭ ডিসেম্বর থেকে দেশটির ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দরদ’। এগুলো হলো কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান, সেলায়াং, শাহ আলম আইসিটি, কেলাং বুকিটরাজা, সুবাং সামমিট, কোতা টিংগি ও বাতু পাহাত।
উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটিতে শাকিব খান দুলু চরিত্রে অভিনয় করবেন। আরও আছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মাসহ অনেকে। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স