চকবাজারে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০৫:১১:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০৫:১১:০৬ অপরাহ্ন
রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ হাত-পা বাঁধা ও লিঙ্গ কর্তন অবস্থায় বিছানার ওপর থেকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমাদের ধারণা বাসায় একা থাকায় দুষ্কৃতিকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাই জিয়া জানান, আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইসের কারখানা রয়েছে। গত ৩/৪ দিন আগে ভাবি ও তার তিন সন্তানকে নিয়ে আমার বোনের বাসায় বেড়াতে যায়। তার পরে থেকে ভাই বাসায় একা থাকত। গত সোমবার রাত দশটার দিকে ভাই কারখানা থেকে বাসায় চলে আসে। তারপর থেকে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই। পরে আমার ভাইয়ের বাসায় লোক পাঠালে বাসায় তালা লাগানো দেখে সে চলে যায় এবং কারখানায় জানায় বাসায় তালা দেওয়া রয়েছে। তারপরে আমরা জানতে পারি বাসার মধ্যে কে বা কারা আমার ভাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামে। আমাদের বাবার নাম সামচুল ইসলাম।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স