১৭ বছর হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল: অপর্ণা রায়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১২-২০২৪ ০২:৩৭:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১২-২০২৪ ০২:৩৭:৩৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস।
ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি।
অপর্ণা রায় বিশ্বাস বলেন, গত ১৭ বছর ধরে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে, তখন ভারত কোথায় ছিল। মোদি সরকার ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন?
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে লুটে খেয়েছে নরেন্দ্র মোদি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স