ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৭:০৭:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৭:০৯:১১ অপরাহ্ন
মেট্রোরেলের এমডির নিয়োগ বাতিল ​এম এ এন ছিদ্দিক। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৯ সেপ্টেম্বর ২০২৪: 
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকা এম এ এন ছিদ্দিকের  চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সেখানে চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফ।

সোমবার (৯ সেপ্টেম্বর) প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে এমডির চলতি দায়িত্ব দেয়া হয়।

এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে অফিস আদেশে বলা হয়, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এমএএন ছিদ্দিকের ১২.১০.২০১৭ তারিখের ৩৫.০০..০০০০.০৪৯.১৯.০৩২.১৭-১৭২ নং প্রজ্ঞাপন এতদ্বারা বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলেপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) এর অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি তার বর্তমান পদে আহরিত বেতন ভাতা পাবেন।

এম এ এন ছিদ্দিককে ২০১৭ সালের ২৬ অক্টোবর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তাঁর জায়গায় চলতি দায়িত্ব পাওয়া আবদুর রউফ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক। তিনি এর আগে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ছিলেন।


উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। এটি মেট্রোরেল লাইন-৬ নামে পরিচিত। প্রথম পর্যায়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। গত ৪ নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ