ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​জেল পালানো ৭০০ বন্দী এখনো অধরা: কারা মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০১:৪২:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০১:৪২:২৫ অপরাহ্ন
​জেল পালানো ৭০০ বন্দী এখনো অধরা: কারা মহাপরিচালক ​সংবাদচিত্র : সংগৃহীত
গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো সাত শতাধিক বন্দী এখনো ধরা পড়েননি বলে জানিয়েছেন কারা অধিদপ্তরের কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় ২২ শতাধিক আসামি পালিয়েছিল। এর মধ্যে ১৫০০ মতো গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরান ঢাকার কারা অধিদপ্তরের বর্তমান কারাগারের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবেঅভিযুক্ত আটক ব্যক্তিদেরকেও উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, কারাগার থেকে এখন পর্যন্ত আলোচিত ১৭৪ জন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জন শীর্ষ সন্ত্রাসীও মুক্তি পেয়েছে। মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের। আমরা আদালতের নির্দেশ মানতে বাধ্য।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ