ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আনিসুল, পলক, মেনন ও ইনুকে নতুন করে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১২-২০২৪ ০১:০২:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১২-২০২৪ ০২:০৩:৫৫ অপরাহ্ন
​আনিসুল, পলক, মেনন ও ইনুকে নতুন করে গ্রেপ্তার
বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।
এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও দুইজন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ