মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৭:৪৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৭:৪৭:০৩ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
কিডনি জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে অসুস্থ মামুনুল হকের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। হাসপাতালে চিকিৎসাধীন মামুনুল হককে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান রবের কাছে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও অন্যান্য নেতারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হক কিডনিজনিত রোগে ভুগছেন।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স