‘বাংলাদেশকে ভারত তাদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল’
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৭:৩৯:২৮ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশকে ভারত তাদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন।
ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল শেষে ভিক্টোরিয়া কলেজ সড়কের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইয়াছিন বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরশাসক ছিলেন। বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। ভারতের উদ্দেশে তিনি বলেন, এখন তাদের এত জ্বলে কেন। কারণ ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের স্বপ্ন ভেঙে গেছে। এ সময় তিনি ভারতের আগরতলাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতাকর্মীরা।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স