আগরতলায় হামলা : প্রতিবাদ জানালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৭:৩৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৭:৩৬:২৮ অপরাহ্ন
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলেও উল্লেখ করে সংগঠনটি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ঐক্য পরিষদ বলেছে, বিশ্বের প্রতিটি দেশের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন যেকোনো দেশের নাগরিকের পবিত্র দায়িত্ব। এর কোনো ধরনের অবমাননা সে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার শামিল। কোনো দেশের পতাকা নিয়ে এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকা যে কোনো দেশের নাগরিকের জাতীয় ও আন্তর্জাতিক স্বার্থে অত্যাবশ্যক।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স