ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৭:৩৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৭:৩৩:৫৪ অপরাহ্ন
​চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি ​ফাইল ফটো
চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোনসেট চুরি হয়েছে। এ ঘটনায় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। ঘটনার দিন সোমবার (২ ডিসেম্বর) ডিএমপির ভাটারা থানায় নিজে উপস্থিত হয়ে এ অভিযোগ করেন তিনি। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাজহার। 
 এ বিষয়ে ভুক্তভোগী চিত্রনায়ক ওমর সানী জানান,  সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে।
 তিনি বলেন, ‌‘৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’ 
 অভিনেতা ধারণা করছেন, হাঁটতে বের হওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন ‘কুলি’ তারকা।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ