ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের পর মানুষ মোদিকে আর ভয় পাচ্ছে না: রাহুল গান্ধী

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৪:৪৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৪:৪৭:৪৯ অপরাহ্ন
ভোটের পর মানুষ মোদিকে আর ভয় পাচ্ছে না: রাহুল গান্ধী ​রাহুল গান্ধী। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৯ সেপ্টেম্বর ২০২৪: 
লোকসভা ভোটের পর মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধীদলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

যুক্তরাষ্ট্রের ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে তিনি বলেন, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম, ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছেন না। খবর এনডিটিভির।

ওই অনুষ্ঠানে কথা আএসএস নিয়েও কথা বলেছেন রাহুল। আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত দূরত্বের কথা উল্লেখ করে রাহুল বলেন, আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা। আর আমরা মনে করি ভারত হল বহু ধারণার সমন্বয়।

লোকসভা ভোটের প্রচারে বার বার দেশের সংবিধানকে রক্ষা করার কথা জানিয়েছিলেন রাহুল। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি সংবিধানকে তুলে ধরেছিলাম। মানুষ বুঝতে পেরেছিল, আমি কী বলতে চেয়েছিলাম।

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রয়েছেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদাও। 

ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ