নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে ওএসডি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০৬:৫২:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৬:৫২:৪২ অপরাহ্ন
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাঁকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শফিউল আজিম আওয়ামী লীগের আমলে সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
আলাদা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতি দেওয়া হয়
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স