ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৬:২৫:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৭:০৪:০২ অপরাহ্ন
​আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যক্রম বন্ধ
আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার জেরে সেখানকার কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।
উল্লেখ্য, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে পাশাপাশি ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
এদিকে মঙ্গলবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়।পরে বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। 
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ