গৌরনদীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০২:৪৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০২:৪৯:৫১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বরিশালের গৌরনদীতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা এবং পাঁচজন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে প্রতিবন্ধীদের নিয়ে র্যা লী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যা লী শেষে কারিতাস হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতোষী ফোরামের সভাপতি কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেরম রিঙ্কু গোমেজ।
বিশেষ অতিথি ছিলেন বিআডিবির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কারিতাসের কর্মকর্তা পল রায়, সুনীল মল্লিকসহ অন্যান্যরা। শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স