ভূমিধসে এক পরিবারের সাতজন নিহত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৩-১২-২০২৪ ০২:৩৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১২-২০২৪ ০৫:০০:০২ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ভারতের তামিলনাড়ুতে ভূমিধসে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। মন্দিরের শহর তিরুভান্নামালাইয়ে স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ভিরুভান্নামালাইয়ে ভূমিধসের সময় আবাসিক ভবনের ওপর বোল্ডার পড়ে এক পরিবারের সাতজন হন। এর পরদিন শহরটিতে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে।
ঘূর্ণিঝড় ফিনজালের অবশিষ্টাংশের প্রভাবে তামিলনাডুর বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির পর আন্নামালাইয়ার পাহাড়ের নিচের দিকের ঢালে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। পাহাড় থেকে আবাসিক ভবনের ওপর ভারী বোল্ডার পড়ে এক পরিবারের সাতজন নিহত হন।
সোমবার বিকেলে শহরটির এক মন্দিরের কাছে ফের ভূমিধসের ঘটনা ঘটে। দ্বিতীয় এ ভূমিধসে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিশেষজ্ঞ টিমের সহযোগিতা নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কিন্তু ভারী বৃষ্টি ও পাহাড়ের ওপরে আরেকটি বোল্ডার বিপজ্জনকভাবে ঝুঁলে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই বোল্ডারটি যেকোনো সময় ধসে পড়ে বিপর্যয়ের কারণ হতে পারে, এ কারণে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স