ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ছেলেকে ক্ষমা করে বিতর্কে বাইডেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:৩৮:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০২:২৩:৪০ অপরাহ্ন
​ছেলেকে ক্ষমা করে বিতর্কে বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন। হান্টার দুটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং শাস্তি ঘোষণার অপেক্ষায় ছিলেন। রোববার সন্ধ্যায় বাইডেন বলেন, তাঁর ছেলেকে ‘লক্ষ্যবস্তু করা হয়েছে’ এবং এই মামলাগুলোকে ‘ন্যায়বিচারের অপব্যবহার’ বলে অভিহিত করেছেন। এর আগে ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে বাইডেন বলেন, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছি। তাকে নিঃশর্তভাবে সম্পূর্ণ ক্ষমা করা হলো। যেদিন আমি দায়িত্ব গ্রহণ করেছি, সেদিন বলেছিলাম আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না, আমি কথা রেখেছি। কিন্তু আমি দেখলাম, হান্টারকে অন্যায়ভাবে দোষী করা হয়েছে।
মত বদলের কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, যদিও তিনি বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন; কিন্তু রাজনীতি এই প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং তা ন্যায়বিচারের ব্যর্থতা ঘটিয়েছে। যখন আমি এই সিদ্ধান্ত নিয়েছি, তখন আর দেরি করার কোনো যুক্তি ছিল না। আমি আশা করি, আমেরিকানরা বুঝতে পারবেন কেন একজন পিতা এবং একজন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে পৌঁছান– বলেন তিনি। 
হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির ঘটনায়ও তিনি দোষী সাব্যস্ত হন। তবে তাঁর কারাদণ্ড হয়নি। ৫৪ বছর বয়সী হান্টারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলে, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।  
এদিকে নিজের ছেলেকে ক্ষমা করায় বাইডেনের তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, বাইডেনের এমন সিদ্ধান্ত বিচার বিভাগের অবমাননার শামিল। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। 
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, জো হান্টারকে দেওয়া ক্ষমার মধ্যে কি ক্যাপিটল হিলে হামলা চালানো ছয় জিম্মিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তারা এখনও বছরের পর বছর ধরে কারাবন্দি। এটি ন্যায়বিচারের অপব্যবহার নয়? খবর রয়টার্স ও বিবিসির।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ